মালয়েশিয়ায় ২২ বাংলাদেশী সহ ১৯২ জন অবৈধ শ্রমিক গ্রেপ্তার

  27-10-2016 05:41PM

পিএনএস ডেস্ক: মালয়েশিয়ার অঙ্গরাজ্য কেমামান জেলায় ১৯২ জন অবৈধ বিদেশী শ্রমিককে গ্রেপ্তার করছে ইমিগ্র্যাশন টীম । ২ টি কনস্ট্রাকশন সাইট থেকে ২৫ এবং ২৬ অক্টোবর ২ দিনের অভিযানে এদের গ্রেফতার করা হয়েছে। ওই অভিযানের নাম দেয়া হয়েছে ‘ অপস সেপাডু ‘।

দেশটির ইমিগ্রেশন বিভাগের উপপরিচালক আজলিনাওতি মোহাম্মদ জুলবি বলেন, ৬০ জন আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং এন্টি মাদক এজেন্সি ১১ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে ওই অভিযান শেষ করে সন্ধ্যা ৭ টায়।

তিনি আরো বলেন, ৩২৭ জনের বৈধ ডকুমেন্ট চেক করা হয় তাদের সবার বয়স ১৮ থেকে ৬২ বছর। আটককৃতরা মায়ানমার, ফিলিপিন্স, জাপান, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং বাংলাদেশের নাগরিক।

আজলিনাওতি বলেন, কুয়ালা বেরাঙ্গে সকাল ১১ টায় প্রথম কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে ১২ জন মিয়ানমার, ১ জন ইন্দোনেশিয়ান এবং ২২ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।

ওই দিন বিকেল ৪ টায় তেলক কালং কেমামানে আরেকটি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে ২ ইন্দোনেশিয়ান মহিলা সহ ১৫৭ জন অবৈধ শ্রমিককে আটক করা হয়।

আটককৃতদের আজিল ডিটেনশন সেন্টারে নেয়া হয়েছে বলে জানা গেছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন