কুমিল্লা জামায়াতের আমির উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার-২২

  03-12-2016 10:03PM

পিএনএস, কুমিল্লা : কুমিল্লা জেলার ব্রা‏হ্মণপাড়া উপজেলায় জামায়াতে ইসলামী সদস্যদের গোপন বৈঠক চলার সময় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা জামায়াতের আমির উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সরকার ও জামায়াতের সেক্রেটারী মোঃ ইউনুছ মিয়াসহ ২২ জন জামায়াতের কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গতকাল ৩ ডিসেম্বর শনিবার বিকাল ৫টায় উপজেলা সদরে জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় জামায়াতে ইসলামীর গোপন বৈঠক চলছে সংবাদের ভিত্তিতে ব্রা‏হ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামানের নের্তৃত্বে পুলিশের একটি দল ঐ মাদ্রাসায় অভিযান চালায়।

এসময় জামায়াতের ৩ মহিলা সদস্যসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন দায়িত্বে ২২ জনকে আটক করে পুলিশ। সভাস্থল থেকে বিভিন্ন ধরনের বই, রেজুলেশন খাতা ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হল- ব্রা‏হ্মণপাড়া উপজেলার বাড়ানী গ্রামের জুলহাস মিয়ার ছেলে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান সরকার (৩৭), উপজেলা জামায়াতের সেক্রেটারী সিংহারচাড়া গ্রামের মৃত তফাজ্জল হোসেনের ছেলে মোঃ ইউনুছ (৪০), বড়–রা উপজেলার গোষফা গ্রামের মোঃ তৈয়ব আলীর ছেলে উপজেলা জামায়াতের সাবেক আমির প্রভাষক মোঃ আবদুল মতিন (৫৩), কুমিল্লা কোতয়ালী থানার আমরাতলী গ্রামের মৃত নজম উদ্দিনের ছেলে জামায়াতের রুকন অধ্যাপক মোঃ আলমগীর সরকার (৫৪),

দেউশ গ্রামের মৃত নায়েব আলীর ছেলে জামায়াতের সদস্য মোঃ আবু কাউছার (৩১), মকিমপুর গ্রামের মৃত সফিকুর রহমানের ছেলে সাবেক আমির খন্দকার শাহজালাল (৫০), সাজঘর গ্রামের মৃত আবদুল অদুধের ছেলে জামায়াতের সদস্য মোঃ আবদুর রহমান (৪৬), কান্দুঘর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে জামায়াতের সদস্য জাহিদুল হোসেন (৪০), মাধবপুর গ্রামের মৃত শামছুদ্দিন আহাম্মদের ছেলে জামায়াতের সদস্য কামরুল হাছান (৪২), সিদলাই গ্রামের মৃত সরাফত আলীর ছেলে জামায়াতের সদস্য মোঃ আনিছুর রহমান (৪৬), মহালক্ষীপাড়া গ্রামের মৃত আবদুল মান্নান সরকারের ছেলে জামায়াতের সদস্য মোঃ রেজাউল করিম (৩০), দক্ষিণ চান্দলা গ্রামের আবু তাহের ভূইয়ার ছেলে জামায়াতের সদস্য রফিকুল ইসলাম ভূইয়া (৪৮),

দুলালপুর গ্রামের মৃত ছোবাহান সরকারের ছেলে জামায়েত সদস্য মোঃ আবদুল হান্নান সরকার (৪৫), সিদলাই গ্রামের আবদুল খালেকের ছেলে জামায়াতের সদস্য মোঃ জামাল উদ্দিন (৪০), সিদলাই দক্ষিণপাড়া গ্রামের মৃত রুছতম আলীর ছেলে জামায়াতের সদস্য মোঃ আবদুর রাজ্জাক (৪৭), নাগাইশ গ্রামের আবদুল মালেকের ছেলে শশীদল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ ওবায়েদউল্লা (৪২), ব্রা‏হ্মণপাড়া গ্রামের মৃত সৈয়দ আবদুর রৌউফের ছেলে জামায়াতের সদস্য সৈয়দ মোস্তফা জামান (৪৬), দক্ষিণতেতাভূমি গ্রামের মৃত আবদুস ছোবাহানের ছেলে জামায়াতের সদস্য মোঃ তফাজ্জল হোসেন (৬৩), নাগাইশ গ্রামের উমর আলীর ছেলে জামিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ মাঈনুদ্দিন (২৮), সিংহারচাড়া গ্রামের মাওলানা ইউনুছের স্ত্রী উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারী সাফিয়া খাতুন (৩৩),

সিংহারচাড়া গ্রামের মাওলানা ইব্রাহীমের স্ত্রী মহিলা জামায়াতের সদস্য মোসাম্মৎ হামিদা বেগম (৪০) এবং সিদলাই মধ্যপাড়া গ্রামের মৃত আলীআজমের স্ত্রী মহিলা জামায়াতের সদস্য লায়লা নূর (৫৩)।

থানার এসআই সুমন কুমার আদিত্য, এসআই জসিম উদ্দিন, এসআই কবির আহাম্মদসহ পুলিশের একটি বিশেষ দল এ অভিযানে অংশ গ্রহন করেন। ওসি এসএম বদিউজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই সুমন কুমার আদিত্য বাদী হয়ে উল্লেখিত ২২ জনকে আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে ব্রা‏হ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন