রাজধানীতে স্ত্রীকে এসিড নিক্ষেপ!

  14-01-2017 05:50AM


পিএনএস ডেস্ক: রাজধানীর পূর্ব নাখাল পাড়ায় এক গৃহবধূকে এসিড ছুঁড়ে পালিয়েছে তার স্বামী। এসিডে আকলিমা খাতুন (২৮) নামের ওই গৃহবধূর মুখ ও গলাসহ শরীরের ১৫ শতাংশ ঝলসে গেছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এসিডে ঝলসানো আকলিমাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আকলিমা নরসিংদি জেলার রায়পুরা উপজেলার হোসেন মিয়ার মেয়ে।
পুর্ব নাখাল পাড়ার একটি বাসায় আকলিমা, তার স্বামী আ. কুদ্দুস, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকেন।
আকলিমার বড় ভাই রমজান আলী জানান, দুই বছর আগে আ. কুদ্দুস মালয়েশিয়া যায়। ছয় মাস আগে দেশে ফেরত আসে সে। দেশে আসার পর থেকে কুদ্দুস আকলিমাকে সন্দেহ করত। এটা নিয়ে মাঝে মধ্যেই তাদের মধ্যে ঝগড়া হতো।
শুক্রবার দুপুরেও (১৩ জানুয়ারী) এটা নিয়ে তাদের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আকলিমার শরীরে এসিড ছুঁড়ে পালিয়ে যায় কুদ্দুস। পরে আকলিমাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল দ্য রিপোর্টকে জানান, এসিডে আকলিমার মুখ ও গলাসহ শরীরের ১৫ শতাংশ ঝলসে গেছে। তার আবস্থা গুরুতর।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. রশিদ জানান, স্ত্রীকে এসিড মেরে পালানোর ঘটনায় স্বামী কুদ্দুসকে আটকের চেষ্টা চলছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন