ঝালকাঠিতে পরীক্ষা সহায়তায় ধরা পড়ে শিক্ষক দন্ডিত

  19-02-2017 05:14PM

পিএনএস, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় চলতি দাখিল পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে নকলে সহায়তা করতে গিয়ে ধরা পড়ে এক শিক্ষক ভ্রাম্যমান আদালতে দন্ডিত হয়েছেন।দন্ডিত আব্দুল বাতেন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার নেয়ামতপুরা সিনিয়র ফাজিল মাদ্রাসার বিএসসি শিক্ষক।

রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার আমুয়া চাঁনমিয়া ফাজিল পরীক্ষা কেন্দ্রে গনিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের হাকিম ডা. শরিফ মোহাম্মদ ফয়েজুল আলম সাংবাদিকদের জানান, পরীক্ষার হলে নকল সরবরাহের উদেশ্যে ফোন নিয়ে ধরা পড়েন ওই শিক্ষক। তিনি পরীক্ষা কেন্দ্রে কোন দায়িত্বে না থেকেই নকলে সহায়তার উদ্দেশ্যে অনাধিকার পূর্বক কেন্দ্রে ঢুকে পুলিশের কাছে ধরা পড়েন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে শিক্ষককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়, বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের হাকিম ডা. শরিফ মোহাম্মদ ফয়েজুল আলম।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন