নিরাপত্তা প্রহরীর পরিচয় দিয়ে গার্মেন্টসে ডাকাতি

  27-02-2017 03:24PM


পিএনএস: সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা প্রহরীর পরিচয় দিয়ে গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি নিয়ে ডাকাতি করার একটি চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ডাকাতি করা ১ কোটি ১৭ লাখ টাকা, লুণ্ঠনের টাকা দিয়ে কেনা একটি ট্রাক ও ডাকাতি করা গার্মেন্টস মেশিনারিজ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মাহবুবুর রহমান, ফারুক হোসেন, খলিলুর রহমান, ইকবাল হোসেন, বেলায়েত হোসেন ও উজ্জ্বল।

র‌্যাব সদর দপ্তরের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, গত ৭ জানুয়ারি গাজীপুরের কালিয়াকৈরের নিটপ্লাস গার্মেন্টসের ভল্ট ভেঙ্গে ৩ কোটি ৪৯ লাখ টাকা ডাকাতি হয়। এ ঘটনা তদন্ত করতে গিয়ে ঐ প্রতিষ্ঠানের বেশ কয়েকজন নিরাপত্তা প্রহরীকে আটক করা হয়।

এরাই নাম পরিবর্তন করে বিভিন্ন সিকিউরিটি প্রতিষ্ঠানের মাধ্যমে ঐ গার্মেন্টসে চাকরি নেয়। এর আগে এই গ্রুপটি বাড্ডার একটি গার্মেন্টসে একই কায়দায় ডাকাতি করেছিল। এদের বাসা থেকে ডাকাতির ১ কোটি ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়। ডাকাতি করা টাকা দিয়ে তারা একটি ট্রাকও কিনেছে। ঐ ট্রাকটিও জব্দ করা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন