বাল্য বিয়ে দেয়ায় কনের বাবার ৭ দিনের কারাদন্ড

  28-02-2017 08:31PM

পিএনএস,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নে কনেকে বাল্য বিয়েতে বাধ্য করায় বাবা বিমল বর্মনকে সাত দিনের করাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন রেজার আদালত এ দন্ডাদেশ প্রদান করেন।

জানাগেছে, নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের চৌরী গ্রামের বিমল বর্মণের মেয়ে এসএসসি পরিক্ষার্থী দিপ্তী রাণীর সাথে পাশের উপজেলা মহাদেবপুরের বিশ্বনাথপুর গ্রামের জগেন বর্মণের ছেলে শ্রী আসীম বর্মণের বিয়ে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান নিয়ামতপুর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলে থানার এএসআই বিয়ে বাড়ীতে হাজির হয়ে বাল্য বিয়ের সত্যতা পেলে বিয়ের আসর থেকে কনের বাবা বিমল বর্মণকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে।

ভ্রাম্যমান আদালতের বিচারিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন রেজা বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের বাবা বিমল বর্মণকে সাত দিনের করাদন্ডা প্রদান করেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন