শেরপুরে নেশার ইনজেকশনসহ গ্রেফতার ২

  18-04-2017 10:17PM

পিএনএস,শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুর উপজেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে নেশাজাতীয় ২০০পিচ বুপ্রেনরফিন ২এমএল ইনজেকশনসহ আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সক্রীয় সদস্যকে গ্রেফতার করেছে।

তারা হলেন- ঢাকার কেরানিগঞ্জের জিনজিরা এলাকার লুৎফর রহমানের ছেলে মাসুদুর রহমান (৫২) ও ঢাকার কতোয়ালী থানার বাবু বাজার এলাকার মৃত হাসান আলীর ছেলে নূর ইসলাম (৩২)। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার পরিদর্শক শাহ জালাল খান এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলা সীমাবাড়ী ইউনিয়নের গাঁড়ই নামক স্থানে অধিদফতরের একদল কর্মকর্তারা জয়পুরহাট থেকে ছেড়ে আসা ঢাকা গামী হানিফ পরিবহনের একটি কোচে (ঢাকা মেট্রো-ব-১৪-৪৯৯৩) তল্লাশি চালায়।

এসময় ২০০পিচ বুপ্রেনরফিন ২এমএল ইনজেকশনসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৬০হাজার টাকা। এ ঘটনায় শেরপুর থানায় একটি মামলা করা হয়েছে বলে এই কর্মকর্তা জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন