মোহাম্মদপুরে ডেইরি ফার্মের লাখ টাকা জরিমানা

  27-04-2017 09:48PM

পিএনএস : রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে অভিযান চালিয়ে ৭০টি অবৈধ দোকান ও ১০টি ব্যানার অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এসময় একটি ডেইরি ফার্মকে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি ভোক্তা অধিকার আইনে একটি মামলাও করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ডিএনসিসির অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমানের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

অজিয়র রহমান জানান, বৃহস্পতিবার মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত দখলকারী ৭০টির অধিক অবৈধ স্থাপনা ও ১০টি ব্যানার অপসারণ করা হয়েছে। এসময় ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার আইনে মো. সাত্তার হোসেন নামের এক ব্যক্তির মালিকানাধিন জাকের ডেইরি ফার্মকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনগণের নিরাপত্ত ও অধিকার নিশ্চিত করতে ডিএনসিসির এ অভিযান অব্যাহ থাকবে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন