শাহজালালে ৪০টি স্বর্ণের বারসহ দুই নারী যাত্রী গ্রেপ্তার

  29-04-2017 11:52AM


পিএনএস: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০টি স্বর্ণের বারসহ পারভীন আক্তার ও জেসমিন আক্তার নামে দুই নারী যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদপ্তর।

শনিবার সকাল ৯টায় চট্টগ্রাম থেকে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, ফ্লাইটটি ওমান থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। ওই দুই নারী যাত্রী চট্টগ্রামে বিমানে ওঠেন। তাদের শরীরে বিশেষ কায়দায় ৪০টি স্বর্ণের বার লুকানো ছিল। উদ্ধারকৃত স্বর্ণের ওজন চার কেজি ৬০০ গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন