স্ত্রীকে ঢাকায় হত্যা করে সিলেটে স্বামীর আত্মহত্যা

  30-04-2017 06:03PM

পিএনএস ডেস্ক : স্ত্রীকে ঢাকায় শ্বাসরোধ করে হত্যা করে সিলেটে গিয়ে আত্মহত্যা করেছেন গার্মেন্টস কর্মী সুজন মিয়া (২৭)। গতকাল শনিবার রাতে রাজধানীর রমনা থানা পুলিশ মধুবাগ এলাকার একটি বাসা থেকে গৃহবধূ তাসলিমা বেগমের (২৩) লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অপর দিকে সিলেটের সুরমা থানা পুলিশ গতকাল সকালের দিকে দক্ষিণ সুরমা এলাকা থেকে সুজন মিয়ার লাশ উদ্ধার করে।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, সুজন মিয়া পেশায় গার্মেন্টস কর্মী। স্ত্রী তাসলিমাকে নিয়ে মধুবাগ এলাকার একটি টিনসেড বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল সিলেটে সুজন মিয়ার লাশ উদ্ধারের খবর পান সুজনের এক চাচা। তিনি এ ব্যাপারে মধুবাগের বাসায় যান তাসলিমাকে বিষয়টি জানানোর জন্য। কিন্তু ওই বাসায় গিয়ে দেখেন তালা বন্ধ। এ অবস্থায় তার সন্দেহ হয়। পরে বাড়িওয়াল সহায়তায় বাসার তালা ভেঙে দেখেন তাসলিমা বেগমের লাশ মেঝেতে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে তাসলিমার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। লাশের গলায় কালো দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার যে কোন সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, সুজন মিয়ার গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর। অপর দিকে তাসলিমার বাড়ি রংপুরের পীরগঞ্জে। তাদের তিন বছরের একটি মেয়ে রয়েছে। ঘটনার সময় মেয়েটি তার নানীর বাসায় ছিল। হত্যার কারণ সম্পর্কে তাদের ধারণা, কোন যুবকের সাথে তাসলিমার অবৈধ সম্পর্কের জের ধরে এটি ঘটতে পারে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন