চরাঞ্চলে ডাকাতির মূলহোতা অস্ত্রসহ গ্রেফতার

  20-05-2017 07:14PM

পিএনএস, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলা থেকে চরাঞ্চলে ডাকাতির মূলহোতা মো. জামাল নামের এক ডাকাতকে দেশীয় একটি পাইপগান ও আটটি কার্তুজসহ গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

গত শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে অস্ত্র বেচাকেনার সময় কামারজানী ইউনিয়ন পরিষদের ব্রক্ষপুত্র নদ সংলগ্ন একটি ফাঁকা জায়গা থেকে গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের জেলা গোয়েন্দা শাখায় সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। জামালের বাড়ি মোল্লারচর ইউনিয়নের বাজে চিথুলিয়া গ্রামে। তিনি ওই গ্রামের সমশের আলীর ছেলে।

জেলা ডিবি পুলিশের (নিরস্ত্র) এসআই প্রতাপ কুমার সিংহ বলেন, জামালের নেতৃত্বে চরাঞ্চলগুলোতে ডাকাতির ঘটনা ঘটতো। তার বিরুদ্ধে অনেকগুলো ডাকাতির অভিযোগ আছে। কিন্তু ভয়ে কোনো ব্যক্তি মামলা করার সাহস পেতো না। তার নামে চারটি মামলা রয়েছে। প্রকাশে দিবালোকে খুন করারও মামলা রয়েছে। তাকে গ্রেফতারের সময় দেশীয় একটি পাইপগান ও আটটি কার্তুজ উদ্ধার করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন