আপন জুয়েলার্সের প্রকৃত গ্রাহকদের স্বর্ণ ফেরত ২৯ মে

  26-05-2017 12:12PM

পিএনএস ডেস্ক:আপন জুয়েলার্সের প্রকৃত গ্রাহকদের স্বর্ণালঙ্কার ফেরতের সময় ২৯ মে (সোমবার) সকাল ১০টায় পুনর্নির্ধারণ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে এসব তথ্য নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান।

তিনি জানান, আপন জুয়েলার্সের পক্ষ থেকে এ পর্যন্ত ১৮২ জনের পক্ষে প্রায় সাড়ে ৩ কেজি ফেরতযোগ্য অক্ষত স্বর্ণের হিসাব পাওয়া গেছে। উল্লিখিত সময়ে রশিদ ও ব্যক্তিগত আইডিসহ (এনআইডি/পাসপোর্ট) গ্রাহকদের উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে জব্দ করা স্বর্ণের দায়ে জিজ্ঞাসাবাদের জন্য আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদসহ মালিকপক্ষকে আগামী ৩০ মে বুধবার সকাল ১১টায় কাগজপত্রসহ হাজির হওয়ার জন্য পুনরায় তলব করা হয়েছে।

তিনি আরো জানান, গত ১৭ মে তাদের শুল্ক গোয়েন্দা অধিদফতরে তলব করলে জব্দ করা স্বর্ণের পক্ষে বৈধ কাগজ দেখাতে সময় প্রার্থনা করেন তারা।

ডিজি জানান, ১৪ ও ১৫ মে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে শুল্ক গোয়েন্দারা প্রায় সাড়ে ১৩ মণ স্বর্ণালঙ্কার ও ৪২৭ গ্রাম ডায়মন্ড জব্দ করেন। এখন পর্যন্ত মালিকপক্ষ এসব অলঙ্কারের কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। ধারণা করা হচ্ছে, এই স্বর্ণ চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করেছে আপন জুয়েলার্স।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন