পুটখালী সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৪ লাখ হুন্ডির টাকাসহ পাচারকারী আটক

  20-07-2017 10:43PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের সময়ে চার লাখ বাংলাদেশী টাকাসহ ফিরোজ মাহামুদ (১৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টার দিকে পুটখালী মসজিদবাড়ি পোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক ফিরোজ মাহামুদ পুটখালী উত্তর পাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে। এসময়ে বিজিবি তার কাছ থেকে একটি পালসার মটরসাইকেলও আটক করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র খুলনা ২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ফিরোজ মাহামুদ হুন্ডির টাকা ভারতে পাচার করবে। এসময়ে পুটখালী মজিদ বাড়ি পোষ্টে তার মটরসাইকেল রোধ করা হয়। পরে তার দেহে তল্লাশী করে ৪ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকাসহ পাচারকারী ফিরোজ মাহামুদের নামে অর্থপাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন