বাউল শিল্পীকে গণধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

  11-08-2017 01:08PM

পিএনএস ডেস্ক: রাজধানীর আশুলিয়ায় এক সংগীতশিল্পীকে অনুষ্ঠানে গান গাওয়ার কথা বলে ডেকে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজ্জাক ও আতাউর।

আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানান, এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার শিল্পী নিজেই বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও আশুলিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিল্পী মাজারে মাজারে ঘুরে গান করেন। মাস খানেক আগে তার সঙ্গে আশুলিয়ার আরেক নারী শিল্পীর পরিচয় হয়। এর সূত্র ধরেই গতকাল বুধবার রাতে আশুলিয়ায় একটি গানের অনুষ্ঠানে গান গাওয়ার ডাক পান।

তিনি নারায়ণগঞ্জ থেকে গতকাল সন্ধ্যার দিকে আশুলিয়ায় যান। পূর্ব পরিচিত শিল্পীর দেওয়া ঠিকানায় যাওয়ার পর তাকে একটি ঘরে আটকে রেখে আট থেকে দশজন ধর্ষণ করেন। বিষয়টি জানার পর স্থানীয়দের সহায়তায় আশুলিয়া থানা-পুলিশ বৃহস্পতিবার তাকে উদ্ধার করে। থানায় নেওয়ার পর শিল্পী বাদী হয়ে মামলা করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়ে দেওয়া হয়।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন