ঢাবির হল থেকে দেশীয় অস্ত্র জব্দ

  16-08-2017 05:19AM

পিএনএস ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের একটি কক্ষ থেকে চারটি দেশীয় অস্ত্র জব্দ করেছে প্রশাসন।

এ অস্ত্রগুলো রোববার জব্দ করা হলেও মঙ্গলবার সংবাদমাধ্যমে তা প্রকাশিত হয়।

পরে তা নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাহেব আলীর হেফাজতে থানায় হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

হল প্রশাসন জানায়, রোববার রুটিন পর্যবেক্ষণের সময় হলের যমুনা ব্লকের ৭০০৬ নম্বর রুম থেকে অস্ত্রগুলো তারা জব্দ করেন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-মানবসম্পদবিষয়ক সম্পাদক আরিফ শেখের খাটের নিচে রাখা ছিল।

কর্তৃপক্ষ জানায়, ছাত্রত্ব শেষ হলে গত মাসে হল থেকে আরিফ চলে যান।পরে অভিযোগের ভিত্তিতে রুম পরিদর্শনে গিয়ে একটি বাক্স দেখে সন্দেহ হয়। সেটি খুলে দেশীয় অস্ত্র পাওয়া যায়।

তবে অস্ত্রের বিষয়টি আরিফ অস্বীকার করেছেন। তিনি বলেন, এগুলো আমার নয়। আমি এ ব্যাপারে জানি না।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড.এজেএম শফিউল আলম ভূঁইয়া বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বিষয়টি জানিয়েছি। অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন