বেনাপোল কাস্টমসে ১৪টি মূর্তী আটক

  17-08-2017 10:16PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশী কেন্দ্রে বাংলাদেশি এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ১৪টি পিতলের মূর্তী আটক করেছে কাস্টমস সদস্যরা। বৃহস্পতিবার বিকাল ৫ টায় ভারত থেক ফেরার পথে এই মূর্তী আটক হয়। কাস্টমস সুত্রে জানায়, মুন্সিগঞ্জের যদুনাথ মন্ডলের ছেলে প্রানবাসী মন্ডোল ভারত থেকে পাসপোর্ট যোগে ফিরছিল। এসময় কাস্টমসে তার ব্যাগ তল্লাশী করে আমদানি নিষিদ্ধ ১৪ টি বিভিন্ন দেব-দেবীর মূর্তী পাওয়া যায়।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মূর্তী বেনাপোল কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হবে। পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১০০ জন মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও ১০ জন অটিস্টিক ছাত্র-ছাত্রীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন