রাজশাহীতে ৪ শিবির কর্মী আটক

  18-08-2017 05:08PM

পিএনএস, রাজশাহী:রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুর ও মেহেরচন্ডী এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে নগরীর মতিহার থানা পুলিশ।

আটককৃতদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে চার জনকে আজ জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

গ্রেফতারকৃত সবাই শিবির কর্মী বলে জানা গেছে। এরা হলো, বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান আকাশ, রংপুরের পীরগঞ্জ উপজেলার আবু রুমান (ভর্তিচ্ছু), বিনোদপুর ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আনিসুর রহমান এবং আমিনুল ইসলাম নামের এক শিক্ষার্থী।

ওসি মেহেদী হাসান বলেন, পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় চার শিবির কর্মীকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রাবি প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ক্যাম্পাসে যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোন পক্ষ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য প্রক্টরিয়াল বডি তৎপর আছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন