প্রবাসীর স্ত্রীর সাথে ইউপি মেম্বারের পরকীয়া নিয়ে শালিশী বৈঠকে আহত যুবকের মৃত্যু

  21-08-2017 07:17PM

পিএনএস, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : মধুপুরে এক প্রবাসীর স্ত্রী ২ সন্তানের জননী স্বপ্নার (৩৫) সাথে পরকীয়া নিয়ে শালিশী বৈঠকে আহত ঘাটাইলের প্রতিবন্ধী যুবক মাসুদ রানা (২৩) মারা গেছে। সে ঘাটাইলের উত্তর খিলগাতী (বাঘের বাজার) গ্রামের আনসার আলীর ছেলে।

জানাযায় মধুপুর থানাধীন আলোকদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার লতিফের বিরুদ্ধে প্রবাসী জুরানের স্ত্রী স্বপ্নার সাথে পরকীয়া সম্পর্কের কথা ফাঁস হয়ে যায়। এ নিয়ে গত ১৯/০৮/১৭ তারিখে প্রবাসীর বাড়ীর কাছে নয়াপাড়া নামক স্থানে স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদারের সভাপতিত্বে এক শালীশি বৈঠক বসে। এই শালিশী বৈঠকে ইউপি চেয়ারম্যান এক তরফা ভাবে ইউপি মেম্বার লতিফের পক্ষে রায় দেয়। এতে শালিশে থাকা কমপক্ষে পাঁচ শতাধিক মানুষ বিক্ষুদ্ধ হয়ে উঠে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি বেঁধে যায়। এ ঘটনার দৃশ্যটি মাসুদ রানা মোবাইলে ভিডিও ধারণ করে।

এতে ইউপি মেম্বারের বিক্ষুদ্ধ লোকজন তার উপর হামলা করে। এতে মাসুদ রানা মারাত্মক আহত হলে তাকে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে একদিন চিকিৎসার পর বাড়ীতে আসলে গত রোববার বিকেলে সে মারা যায়। এ ঘটনায় ঘাটাইল থানা পুলিশ সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করে।

এ ঘটনার পর ইউপি মেম্বার আব্দুল লতিফ ও প্রবাসীর স্ত্রী স্বপ্না পলাতক রয়েছে। এ ব্যপারে ইউপি মেম্বার আব্দুল লতিফের সাথে (মোবাইল নং ০১৭৩০-১৯৮৪৬৩) যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। জানতে চাইলে মধুপুর উপজেলার আলোকদিয়া ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, ইউপি মেম্বার লতিফের বিরুদ্ধে মেয়েলি বিষয় নিয়ে শালিশ বসে। ২/৩ হাজার লোকের উপস্থিতিতে ঘন্টা খানেক অভিযোগের পর্য্যালোচনা করি। এতে কোন প্রমাণ পাওয়া গেল না। পরে বাদী বিবাদী একমত হলে তাদেরকে আপোষরফা করে দিলাম। এরই মধ্যে একটু দূরে গন্ডগোল বাঁধে আমরা চলে আসি। এদিকে প্রভাবশালী ইউপি মেম্বার এ মামলাটিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন