বিমানবন্দরে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

  18-09-2017 01:00PM

পিএনএস ডেস্ক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ দশমিক ৬৪ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। আজ সকালে ইউএস বাংলা এয়ারলাইনসের বিএস ৩০৮ নম্বর ফ্লাইটের সিটের ভেতর থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়।

গোপন সংবাদ থাকায় আজ সকাল ৭ টা ৫৫ মিনিটে সিংগাপুর থেকে আসা ওই বিমানের বিভিন্ন স্থান তল্লাসীর একপর্যায়ে সীটের পেছনে শক্ত ধাতব বস্তুর অস্তিত্ব পাওয়া যায়।

সিটের নরম ফোম উঠানোর পর দেখা যায় ছোট কালো ব্যাগ আঠাযুক্ত অবস্থায় সিটের সাথে লাগানো আছে। ব্যাগটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে বিমানবন্দরের কাস্টম হলে নিয়ে আসা হয়। পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে ব্যাগ খুলে বাদামী স্কচটেপ মোড়ানো ১০ তোলা ওজনের ৪০পিস স্বর্ণবার মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণবারের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৩২ লক্ষ টাকা।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন