রাজশাহীতে দুই মিলে মজুদ ৫ হাজার বস্তা চাল, আটক ২

  18-09-2017 09:06PM

পিএনএস : রাজশাহী নগরীর দুই চালমিলে পাঁচ হাজার বস্তা চাল মজুদ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে নগরীর সপুরা এলাকায় হা-মীম ও আসলাম রাইস মিলে অভিযান চালানো হয়। এর মধ্যে হা-মীম রাইচ মিলে চার হাজার ২৯ বস্তা ও আসলাম রাইচ মিলে এক হাজার ২৮৫ বস্তা চাল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত পাল জানান, এ দুইটি মিলের কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। অবৈধভাবে তারা চাল উৎপাদন করে মজুদ করে রেখেছে। তারা মিলে উৎপাদিত চালের বস্তায় কুষ্টিয়ার আব্দুর রশিদের মেসার্স হালিমা অটোরাইস মিলের স্টিকার লাগিয়ে বাজারজাত করে থাকে। এছাড়াও ওই দুইটি রাইস মিলে কয়েক হাজার বস্তা ধানও মজুদ রয়েছে।

সুব্রত পাল আরও বলেন, দুই রাইস মিল থেকে দুইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করার পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন