গাইবান্ধায় চাল জব্দ, পাঁচ গুদামে সিলগালা

  24-09-2017 05:33PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে প্রায় ১১২ মেট্রিকটন চাল জব্দ ও পাঁচ গুদাম সিলগালা করা হয়েছে। গাইবান্ধার নির্বাহী ম্যাজিষ্ট্রেট (এনডিসি) আশিক রেজা উপজেলার ঢোলভাঙ্গা বাজারের খন্দকার ট্রেডার্সের পাঁচটি গুদামে গত শনিবার রাতে অভিযান চালিয়ে এ সব চাল জব্দ করে।

গাইবান্ধার ডিসি গৌতম চন্দ্র পাল জানান, খন্দকার ট্রেডার্সের মালিক হারুনুর রশিদ তার ব্যক্তিগত পাঁচটি গুদামে অতিরিক্ত চাল মজুদ রাখার তথ্য পাওয়া যায়।এরই প্রেক্ষীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম এম আশিক রেজা রাতে গুদাম পাঁচটিতে অভিযান পরিচালনা করেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো.আমজাদ হোসেন বলেন গুমামে অবৈধভাবে মজুদ করা ৫০ কেজি ওজনের ২ হাজার ২২৬ বস্তা চাল পাওয়া যায়, যার পরিমান প্রায় ১১২ মেট্রিকটন। এ সব চাল জব্দের পাশাপাশি গুদামগুলোতে থাকা ৩ হাজার ১৭১ টি খালি চটের বস্তা ও নগদ ১০ লাখ ৫৮ হাজার ৬৬৯ টাকাও জব্দ করা হয়। এ বিষয়ে পলাশবাড়ি উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল আউয়াল ওইরাতেই থানায় মামলা দায়ের করেছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন