ঝালকাঠিতে পুলিশের এসআই'র বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

  26-09-2017 05:25PM

পিএনএস, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি থানার এসআই তাপস চন্দ্র গুহর বিরুদ্ধে ঘুস গ্রহণ এবং দাবীকৃত টাকা না পেয়ে হয়রানী করায় পুলিশ সুপারেরর কাছে অভিযোগে করেছেন এক ভুক্তভোগী। নলছিটি উপজেলার কূলকাঠি গ্রামের প্রয়াত মোহন মল্লিকের ছেলে মো. নূর হোসেন মল্লিক এ অভিযোগ করেছেন।

পুলিশ সুপারের কাছে দায়ের করা অভিযোগে জানাগেছে, সম্প্রতি নূর হোসেন মল্লিকের চাচাতো ভাই মো. শাহজাহান মল্লিক তাদের জমির ৮ শতাংশ দাবী করে একটি জাল দলিল করে। সে ঘটনা নিয়ে আদালতে মামলা হলে নলছিটি থানার এসআই তাপস গুহ তদন্তে যান।তদন্তে জাল দলিলের বিষয়টি নিশ্চিত হয়ে এসআই তাপস নূর হোসেন মল্লিকদের পক্ষে রিপোর্ট দেয়ার কথা বলেন। তদন্তের নোটিশ প্রদান ও সরেজমিন পরিদর্শনের জন্য নূর হোসেন মল্লিকের ভাইয়ের স্ত্রী ফরিদা বেগমের কাছ থেকে ২ হাজার টাকা তেল খরচ নেয় এসআই তাপস।

পরে থানায় দেখা করতে বললে গত ঈদুল আজহার দুই দিন আগে দেয়া হয় আরও ৫ হাজার টাকা। কিন্তু এরপরও রিপোর্ট না দিয়ে তালবাহানা করেন এসআই তাপস। এভাবে এক পর্যায় তাপস সত্য রিপোর্টির জন্য আরও ২০ হাজার টাকা দাবী করেন। এসব অভিযোগের বিষয় মোবাইল ফোনে রেকর্ড রয়েছে। অভিযোগকারীর ভাইসহ আরও বেশ কজন স্বাক্ষী রয়েছে বলে অভিযোগটিতে উল্লেখ করা হয়েছে।

খুলনার জুট মিলের অবসরপ্রাপ্ত বয়স্ক নূর হোসেন মল্লিক পুলিশের উর্ধতন কতৃপক্ষের মাধ্যমে এ ঘটনার তদন্ত চান। সেই সাথে ৭ হাজার টাকা ঘুস গ্রহণ ও ২০ হাজার টাকা দাবীকারী এসআই তাপসের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবী করে জাল দলিলকারী মো. শাহজাহান মল্লিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়ার দাবী করেছেন। তিনি আরো বলেন এস আই তাপসমোইলে কল দিয়ে ঘুষ দাবী করেছে তার প্রমান রেকাডিং করা আছে ।

এছাড়াও এস আই তাপস নলছিটি থানায় যোগদান করার পর থেকেই বেপরোয়া ঘুষ বানিজ্যসহ বিতর্কিত কর্মকান্ডে নলছিটিবাসী অতিষ্ট হয়ে পরেছে বলে অভিযোগে জানাগেছে।এ ব্যপারে ঝালকাঠি পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন