সুন্দরবনে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

  16-10-2017 12:28PM

পিএনএস, খুলনা: পূর্ব সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের শৈল খালে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৮ এর সাথে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো: মোক্তার মোল্লা (৩৯) নিহত হয়েছে।

আজ সোমবার সকালে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে র‌্যাব । এ সময়ে র‌্যাব ওই এলাকা তাল্লাশি চালিয়ে বনদস্যুদের ব্যবহৃত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আনোয়ার উজ জামান জানান, র‌্যাব-৮ এর সদস্যরা সুন্দরবনের ওই এলাকায় নিয়মিত টহলের সময়ে বনের ভিতর থেকে ধোয়া উড়তে দেখে তাদের সন্দেহ হয়। তখন র্যা ব সদস্যরা শরণখোলা রেঞ্জের শৈল খালের ওই এলাকায় অভিযান শুরু করলে বনের ভিতর থেকে গুলি শুরু করে। এক পর্যায়ে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় পৌনে এক ঘন্টা উভয় পক্ষের বন্দুকযুদ্ধের এক পর্যায়ে সুন্দরবনের ভিতর থেকে গুলি আসা বন্ধ হলে র‌্যাব সদস্যরা ওই এলাকায় তাল্লাশি শুরু করে।

এ সময়ে বনের ভিতরে এক বনদস্যুর গুলিবিদ্ধ লাশ, ছড়িয়ে থাকা কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গোল্লাবারুদ উদ্ধার করে। পরে বনের ভিতরে কর্মরত জেলে, বাওয়ালীরা নিহত বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো: মোক্তার মোল্লা বলে সনাক্ত করে।

নিহত বনদুস্যর লাশ, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাব জানায়।

পিএনএস/আনোয়ার





@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন