ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা ও মাদকসহ নারী আটক

  19-10-2017 09:40PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার জেলা বাঞ্ছারামপুর উপজেলা ২১ হাজার ৩০০ ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ মাদকসহ মনোয়ারা বেগম (৬০) নামে এক মাদক নারীকে ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মরিচাকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। আটক মনোয়ারা ওই এলাকার হোসেন মিয়ার স্ত্রী।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোসেন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মনোয়ারা বেগমকে আটক করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তার ছেলে সবুজ মিয়া ও রুবেল মিয়া পালিয়ে যায়। উদ্ধার করা হয় ২১ হাজার ৩০০ ইয়াবা ট্যাবলেট, সাত বোতল বিয়ার, ৪৩ বোতল ফেন্সিডিল, দুই কেজি গাঁজা, নয়টি মোবাইল ফোনসেটসহ মাদক বিক্রির ২৬ হাজার ৮৩০ টাকা।

ভৈরব ক্যাম্পের উপ-পরিচালক শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৮৬ লাখ টাকা। আটক নারী ও পলাতকদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মামলা করা হয়েছে। পালাতকদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন