চট্টগ্রামে যুবককে গুলি করা আওয়ামী লীগ নেতা আটক

  22-10-2017 01:33PM

পিএনএস ডেস্ক: চট্টগ্রামে এক যুবককে গুলি করার ঘটনায় উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল আলম মঞ্জুকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে বন্দরনগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবে ওই গুলির ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন।

ওসি জানান, আর যাকে তিনি গুলি করেছেন, সেই মো. জয়নাল আনোয়ারা উপজেলা থেকে নির্বাচিত চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মো. আলমগীরের ছোট ভাই।

জসীম উদ্দিন বলেন, “রাতে অফিসার্স ক্লাবে তাদের কথা কাটাকাটি হয়। পরে মঞ্জু পিস্তল বের করে জয়নালের পায়ে গুলি করেন। ”

ওসি বলেন, ওই পিস্তলের লাইসেন্স রয়েছে বলে মঞ্জু তাদের জানিয়েছেন। তবে কী নিয়ে জয়নালের সঙ্গে মঞ্জুর বিরোধ তৈরি হয়েছিল, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

গুলির ঘটনায় রোববার বেলা ১২টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

জানা গেছে, আটক মঞ্জু ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত এবং চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি। এক সময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়াও তিনি যুবলীগের কেন্দ্রীয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন