কক্সবাজারে জামায়াত নেতার ফ্ল্যাট থেকে ১১ রোহিঙ্গা আটক!

  15-11-2017 02:39AM

পিএনএস ডেস্ক: কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা শহীদুল আলম বাহাদুর প্রকাশ ভিপি বাহাদুরের মালিকানাধীন একটি ফ্লাট থেকে ১১জন রোহিঙ্গাকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার শহরের টেকপাড়াস্থ আজিজ সিটি কমপ্লেক্সের ৭ম তলার ১২১ নং কক্ষ থেকে এসব রোহিঙ্গাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ছয়টি শিশু, তিনজন নারী ও দু’জন পুরুষ রয়েছে।

অভিযানে নেতৃত্বধানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহছান মুরাদ জানান, টেকপাড়ার আজিজ সিটি কমপ্লেক্সের একটি কক্ষে কিছু রোহিঙ্গা অবস্থান করার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে শিশু, নারী ও পুরুষসহ ১১জন রোহিঙ্গাকে আটক করা হয়। ওই ফ্লাটটি সদর উপজেলা ভাইসচেয়ারম্যান শহীদুল আলম বাহাদুরের বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি জানান, আটক রোহিঙ্গা ও তাদেরকে ভাড়া দানকারী ফ্লাটের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আটক রোহিম্গাদের ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন