বেনাপোল সীমান্তে টাকার নোট জব্দ

  15-11-2017 04:51PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : এবার চোরাচালানী পণ্যের তালিকায় বাংলাদেশী ২ ও ৫ টাকার নোট। বেনাপোল সীমান্ত পথে শুরু হয়েছে ভারতে ২ ও ৫ টাকার নোট পাচার। বুধবার দুপুরে বেনাপোল চেকপোষ্ট এলাকা থেকে ১ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ২ ও ৫ টাকার নোট জব্দ করেছে বিজিবি। তবে টাকা পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।

সূত্রে জানায়, বাংলাদেশী একটি ২ ও ৫ টাকার নোট ৬ থেকে ১০ টাকায় বিক্রি হওয়ায় এর পাচার বেড়েছে। ইয়াবা ও ফেনসিডিল সেবনসহ জাল নোট তৈরী করা হয় বলে সীমান্তের একাধিক সুত্রে জানিয়েছে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে: কর্নেল আরিফুল হক জানান, বুধবার দুপুরে বিপুল পরিমান বাংলাদেশী ২ ও ৫ টাকার নোট ভারতে পাচার হয়ে যাচ্ছে জানতে পারে বিজিবি। বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালায়। পরিত্যাক্ত অবস্থায় একটি বস্তার মধ্য থেকে উদ্ধার করা হয় ২ ও ৫ টাকার নোট ১ লাখ ৩২ হাজার টাকা। এসময় পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন