সুন্দরগঞ্জে পাখি শিকারের দায়ে ৩ জনের জেল

  15-11-2017 07:21PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে পাখি শিকারের দায়ে ৩ জনের ৫ দিন করে জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, গত মঙ্গলবার বিকালে উপজেলার হরিপুর খেয়া ঘাটে তিস্তা নদীর চরে বন্দুক দিয়ে পাখি শিকার করে চন্ডিপুর গ্রামের গমির উদ্দিন প্রধানের ছেলে ফুল মিয়া প্রধান, উজান বোচাগাড়ি গ্রামের বাদশা মিয়ার ছেলে নিজাম উদ্দিন ও মাহাবুবুর আলম খানের ছেলে আযম খান।

খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে বন্দুক, গুলি ও পাখিসহ ওই ৩ জনকে সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থল থেকে আটক করে। এরপর ৭টি গুলিসহ ২টি বন্দুক জব্দ করে পুলিশ। পরে রাত ৮টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সামিউল আমিন বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮/১ ও ৪১ ধারায় আটক ৩ জনকে ৫দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন