অভিজিৎ হত্যা: স্বীকারোক্তি মোজাম্মেলের

  19-11-2017 09:29PM

পিএনএস ডেস্ক : ব্লগার ও বিজ্ঞানমনস্ক বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকা প্রবাসী অভিজিৎ রায় হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে জঙ্গি মোজাম্মেল হুসাইন।

এছাড়া সায়মন ও শাহরিয়ার নামে পরিচিত মোজাম্মেল রোববার আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত শনিবার রাতে তুরাগের বাউনিয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।

এরপর আজ আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর আদালতের নির্দেশে তাকে কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, মোজাম্মেল হুসাইন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ইনটেলিজেন্স উইং ও মিডিয়া উইংয়ের প্রধান। এছাড়া তিনি ফেসবুক পেজ ‘জঙ্গির সঙ্গে কথোপকথন, বালাকোট মিডিয়া, আল হিকমাহ মিডিয়া, অনুসন্ধিৎসু মিডিয়া’ পরিচালনার দায়িত্বে ছিলেন।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন