গুলিস্তানে মাদ্রাসাছাত্র খুনে আসামির স্বীকারোক্তি

  23-11-2017 10:04PM

পিএনএস : রাজধানীর গুলিস্তানে মাদ্রাসাছাত্র জিদান হত্যা মামলার প্রধান আসামি মো. আবু বক্কর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার আবু বক্করকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক রেজাউল করিম।

বক্কর স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা গ্রহণের আবেদন করেন তিনি। পরে ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী তার খাসকামরায় ১৬৪ ধারায় জবানবন্দি নেন। জবানবন্দি নেওয়ার পর বক্করকে কারাগারে পাঠানো হয় বলে জানান সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. জালাল উদ্দিন। জালাল বলেন, বক্করের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

সোমবার ভোরে গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্স সংলগ্ন মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ভেতরে জিদানের গলাকাটা লাশ পাওয়া যায়।ঘটনার পর থেকে ওই মাদ্রাসার ছাত্র বক্কর পলাতক ছিলেন। বুধবার সকাল ৯টার দিকে বক্করকে পুরান ঢাকার সদরঘাট থেকে গ্রেপ্তার করে র্যাব।

গ্রেপ্তারের পর বক্কর রোববার রাত দেড়টার দিকে ফল কাটার ছুরি দিয়ে জিদানকে হত্যার কথা র্যাবের কাছে স্বীকার করেন।এ ঘটনায় জিদানের বাবা যে হত্যা মামলা করেছেন তাতে বক্করই আসামি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন