লালমনিরহাটে ছাত্রীকে উত্ত্যাক্ত করায় যুবকের কারাদন্ড

  12-12-2017 09:15PM

পিএনএস, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় এক স্কুল ছাত্রীকে উত্ত্যাক্তের দায়ে মনিরুজ্জামান(২৪) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আবু সাঈদ এ রায় প্রদান করেন। মনিরুজ্জামান উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ঘনেশ্যাম গ্রামের শাহীন মিয়ার ছেলে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ পরিদর্শক(এসআই) আনোয়ারুল ইসলাম আনোয়ার জানান, মনিরুজ্জামান বেশ কিছু দিন ধরে ওই ছাত্রীকে স্কুল যাওয়া আসার পথে উত্ত্যাক্ত করে আসছে। ওই ছাত্রী থানা পুলিশকে বিষয়টি অবগত করে। পরে থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে ছাত্রীর স্কুলে আসা যাওয়ার পথে পুলিশ টহলের ব্যবস্থা করে। এমবস্থায় মঙ্গলবার সকালে ওই ছাত্রীকে আবারো উত্ত্যাক্ত করলে ওই যুবককে টহলরত পুলিশ হাতে নাতে আটক করে।

পরে আটকৃত ওই যুবককে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে স্কুল ছাত্রীকে উত্ত্যাক্তের দায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আবু সাঈদ।

এ বিষয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবককে সন্ধ্যায় লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ওই স্কুল পথে পুলিশী টহল অব্যহত থাকবে বলেও জানান তিনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন