শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণসহ আটক ৩

  18-12-2017 12:42AM

পিএনএস ডেস্ক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে সাত কেজি স্বর্ণসহ ৩ জন আটক করেছে ঢাকা কাস্টম হাউস। আটককৃতরা হলেন– ইব্রাহীম, মো. মহসীন ও রোকনোজ্জামান।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দল অভিযান চালিয়ে স্বর্ণ উদ্ধারসহ তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের ঢাকার প্রিভেন্টিভ দলের সহকারি কমিশনার সাইদুল ইসলাম।

সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে আসা যাত্রী ইব্রাহীমের কাছ থেকে ৩ দশমিক ৫৯ কেজি, মো. মহসীনের কাছ থেকে ১ দশমিক ৯৯ কেজি এবং রোকনোজ্জামানের কাছ থেকে ১ দশমিক ৭৯ কেজি স্বর্ণবার উদ্ধার করেছে প্রিভেন্টিভ দল (শুল্ক)।

তিনি আরও বলেন, ‘স্বর্ণবারগুলো যাত্রীদের বহন করা ট্রলি-ব্যাগের হাতলের পাইপের ভিতরে লুকানো ছিল। মোট ৭৪ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়েছে, যার ওজন ৭ দশমিক ৩৭ কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬৯ লাখ টাকা।’

তিনি বলেন, ‘আটককৃত তিন জন রিজেন্ট এয়ারওয়েজের ব্যাংকক-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটে চট্টগ্রাম থেকে উঠে। অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় শুল্ক আইন-১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন