মোবাইলে কথা বলায় ৫২ চালকের জরিমানা

  15-01-2018 03:34AM

পিএনএস ডেস্ক:আধুনিক প্রযুক্তির যুগে স্মার্টফোন সহজলভ্য হওয়ায় রাস্তা-ঘাটে, ব্যস্ততম রাস্তা পারাপারে এমনকি মোটরবাইক চালানোর সময়ও অনেকে কানে এয়ারফোন গুঁজে গানে বুঁদ হয়ে থাকেন। এ যেন নতুন কোনো ছোঁয়াচে রোগ। আশেপাশে কী ঘটছে হুঁশ নেই তাদের।

মোবাইল বা এয়ারফোনের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ গাড়ি চালানোর সময় মোবাইল বা এয়ারফোন ব্যবহারকারী এমন ৫২ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে রবিবার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত এ অভিযান চালায় ডিএমপির ট্রাফিক বিভাগ।

ট্রাফিক সূত্রে জানা যায়, শুধু মোবাইল ব্যবহার নয় হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৬০, হুটার বা বিকনলাইট ব্যবহারের জন্য ৪, পুলিশ স্টিকার ব্যবহার করার জন্য ৬, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৯ ও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৩৭টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়াও ট্রাফিক আইন অমান্য করার কারণে মোটরসাইকেলের বিরুদ্ধে ৪১৭টি মামলা ও ৯টি মোটরসাইকেল আটক করা হয়।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন