বেনাপোল আমড়াখালি চেকপোষ্টে স্বর্নের বারসহ ভারতীয় নাগরিক আটক

  20-02-2018 08:47PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে যশোর বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোষ্ট থেকে ২ কেজি ১৫৮ গ্রাম ওজনের ৪টি স্বর্নের বারসহ ইসমাইল হোসেন নামে ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সে ভারতের চেন্নায় সারদা মোলমালী এলাকার মোহাম্মদ আলী শেখের ছেলে। আটক সোনা পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদে জানতে পারি বিপুল পরিমান স্বর্ন নিয়ে এক চোরাকারবারী বেনাপোল সীমন্ত দিয়ে ভারতে যাচ্ছে। এ ধরনের সংবাদে আমড়াখালি চেকপোষ্টে গ্রীনলাইন পরিবহনে অভিযান চালায় তারা। আটক করা হয় তাকে। পরে তার দেহ তল্লাশী করে উল্লেখিত স্বর্নের বার জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্নের ওজন ২ কেজি ১৫৮ গ্রাম। যার দাম ৯২ লাখ ৭৯ হাজার ৪’শ টাকা বলে জানায় বিজিবি। আটক স্বর্নগুলি বেনাপোল কাষ্টম হাউসে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। উল্লেখ্য ১মাসের ব্যাবধানে ৩টি সোনার চালান আটক করে বিজিবি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন