আদিতমারীতে দুই মাদক সেবীর কারাদন্ড

  13-03-2018 04:58PM

পিএনএস, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় মাদক সেবনের অপরাধে দুই মাদক সেবীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক আসাদুজ্জমান এ রায় প্রদান করেন।

পরে মঙ্গলবার দুপুরে তাদরকে জেলহাজতের প্রেরন করা হয়েছে। এর আগে উপজেলার সাপটিবাড়ী এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার মহিষতুলি এলাকার যতিন্ত্র নাথের পুত্র রনজিৎ কুমার(৩৮) ও একই উপজেলার পূর্ব দৈলজোড় এলাকার মৃত গাজী ওরফে গাজী পাগলার পুত্র সাইদুল ইসলাম ওরফে সাইফুল(৪০)।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেশ্বর রায় জানান, ওই দুই মাদক সেবী উপজেলার সাপটিবাড়ী এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করতেছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন করা অবস্থায় তাদের আটক করে থানায় আনা হয়।

তিনি আরো জানান, পরে মঙ্গলবার সকালে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক আসাদুজ্জামানের আদালতের তাদের হাজির করা হলে তারা তাদের দোষ স্বীকার করে নেয়। এ সময় বিচারক তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া মঙ্গলবার দুপুরে তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন