বেনাপোলে নারীসহ আটক ১৬

  15-03-2018 08:58PM

পিএনএস, বেনাপোল : সীমান্ত পথে বাড়ছে চোচালানসহ নারী ও শিশু পাচার। বেনাপোল দৌলতপুর সীমান্তে বৃহস্পতিবার বিকালে পৃথক দুটি অভিযান চালিয়ে ৬ নারীসহ ১৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি সদস্যরা। অপরদিকে রঘুনাথপুর এলাকা থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটকদের তাদের বাড়ি বাগেরহাট, খুলনা ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত সীমান্ত পার হয়ে বেশ কিছু নারী পুরুষ বেনাপোলের দৌলতপুর সীমান্তে অবস্থান করছে।

এ ধরনের খবরে বিজিবি সদ্যসরা অভিযান চালিয়ে ১৬ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয়। অন্যদিকে আরেকটি অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ৭০কেজি গাজা। এসময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে পৃথক মামলা দিয়ে আটক হওয়া নারী-পুরুষ ও গাঁজার চালান পোর্ট থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন