হাড়ি-পাতিলের ব্যবসার আড়ালে ইয়াবা

  16-03-2018 06:55AM

পিএনএস ডেস্ক: কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট স্কচটেপ দিয়ে পেঁচিয়ে চকলেটের আকার করে কলার সঙ্গে খাইয়ে দেয়া হতো পাচারকারীদের। পরে ঢাকায় আসার পর সেসব ইয়াবা বের করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।

অভিনব এ পন্থায় ইয়াবা পাচারে ৮-১০ জন দরিদ্র নারী-পুরুষকে ব্যবহার করতো জুলহাস তালুকদার (৪৫) ও নজরুল ইসলাম (৪০) নামে দুই ইয়াবা বিক্রেতা। যারা সিলভারের হাড়ি-পাতিলের ব্যবসার আড়ালে গড়ে তুলেছিল ইয়াবা বিক্রির সিন্ডিকেট।

বৃহস্পতিবার রাজধানীর কদমতলী এলাকা থেকে ওই দুই মাদক বিক্রেতাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তাদের কাছ থেকে ১৯ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (এডি) খুরশিদ আলম জানান, দীর্ঘদিন নজরদারীর পর বৃহস্পতিবার এই চক্রের দুই মূল হোতাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন