পুটখালি সীমান্তে স্বর্নের বার আটক করেছে বিজিবি

  16-03-2018 06:42PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পুটখালি সীমান্তের পশুর খাটাল এলাকা থেকে অর্ধলাখ টাকা মূল্যের ১০টি স্বর্নের বার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এসময় পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল তারিকুল হাকিম জানান,পুটখালি সীমান্ত দিয়ে একটি স্বর্নের চালান ভারতে পাচারকালে শুক্রবার সকাল ১০টার দিকে বিজিবির একটি টহলদল পুটখালী আমবাগানে অভিযান চালায়।বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তার পরিহিত লুঙ্গির মধ্যে লুকিয়ে রাখা ১০ টি স্বর্ণের বার পুটখালী পশু খাটালের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয় স্বর্নের চালানটি।

যার ওজন একে এক কেজি১শ৭০গ্রাম। যার আনুমানিক সিজার মূল্য ৪৯,১৪,০০০(ঊনপঞ্চাশ লক্ষ চৌদ্দ হাজার) টাকা বলে জানায় বিজিবি।আটক সোনা বেনাপোল কাষ্টম হাউজে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন