জ্বীনের বাদশা এবাদাত আটক!

  21-03-2018 08:36PM

পিএনএস ডেস্ক : জ্বীনের বাদশা পরিচয়ের ওয়েলকাম পার্টির প্রতারক চক্রের সদস্য এবাদাত মাতুব্বরকে (২৭) আটক করেছে র‌্যাব-৮। মঙ্গলবার রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই প্রতারককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য, একাধিক মোবাইল ও সীমকার্ড, পাসপোর্ট এবং নগদ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে। আটক এবাদাত একই এলাকার মোজাম মাতুব্বরের ছেলে।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার হাছান আলী জানান, বিভিন্ন ব্যক্তির মোবাইলে মধ্যরাতে জ্বীনের বাদশ পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া গ্রামে অভিযান চালায় র‌্যাব-৮।

এসময় প্রতারক চক্রের সদস্য এবাদাতকে আটক করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি মতে নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ৬শ’ ৭৫ পিস ইয়াবা, ৩২ বোতল ফেন্সিডিল, ১৬ রোল গাঁজা, ৪৬টি মোবাইল, ২৫ টি সীম কার্ড, ৬০টি গ্যাস লাইট, ১টি পাসপোর্ট ও নগদ এক লাক ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। ওই প্রতারকের বিরুদ্ধে ভাঙ্গা থানায় এ ঘটনায় ৩টি মামলা দায়ের করা হয়েছে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন