হাজার টাকা কেজি শিয়ালের মাংস!

  18-04-2018 01:13PM

পিএনএস ডেস্ক: ভয়ংকর অপরাধ জেনেও মানুষ নানাভাবে লুকিয়ে, আড়ালে-আবডালে নিয়মিত অন্যায় করে থাকে। কারণ আইনের প্রয়োগ সঠিকভাবে হয় না বলে এ ধরনের অপরাধ চলমান। এবার শিয়াল শিকার ও এর মাংস বিক্রির প্রমাণ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, এ ব্যবসা আজ নতুন কিছু না। অনেক দিন যাবত এ ব্যবসা করে আসছে স্থানীয় বাদল মিয়া। জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় তার বসবাস। বাদল মিয়া, জীবিত শেয়াল কিংবা অর্ধমৃত হলেও কিনে নেয় মাত্র ১০০০-২০০০ টাকা দামে। তিনি এই শিয়াল জবাই করে ৭০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি করেন । অনেকের মতে শিয়ালের মাংস নাকি অনেক মজার এবং মানব শরীরে অনেক উপকারে আসে।

স্থানীয় বাসীন্দারা বলেন, বন্য পশু হত্যা আইনতঃ দণ্ডনীয় অপরাধ এবং না জায়েজ পশু হত্যা করে মানুষকে খাওয়ানো হচ্ছে এটা আরও বড় অপরাধ। এই অন্যায় আইনের আওতাভুক্ত করা জরুরী বলে মনে করেন জামালপুরের স্থানীয় সচেতন মহল।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন