কাপাসিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  16-05-2018 10:24PM

পিএনএস, কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় উপজেলায় বুধবার বিকেলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি বালু মহাল, একটি ব্রিক্সফিল্ড ও দুটি মোদি ব্যবসায়ির কাছ থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টে মো. নাসমুস সাকিব জানায়, উপজেলার দস্যু নারায়নপরু মের্সাস বায়তুল্লা মাল বালুমহাল নামে একটি প্রতিষ্ঠানকে অবৈধ বালু উত্তলনের দায়ে এক লাখ টাকা জারিমানা করা হয় এবং উত্তোলিত দশ হাজার সিএফটি বালু নিলামে বার হাজার টাকা বিক্রি হয়। অপর দিকে ইকুরিয়া টিএলএম ব্রিক্সকে পরিবেশ দূষণের জন্য বিশ হাজার টাকা ও ত্রিমোহনী বাজারের মোদি ব্যবসায়ি আরমানকে মেয়াদ উত্তীর্ণ মালা মাল রাখার অপরাধে পাঁচ হাজার টাকা এবং একই অপরাধে মোধি ব্যবসায়ী রনি খানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন