পুলিশের মোবাইল চুরির ভিডিও ফেসবুকে ভাইরাল!

  19-05-2018 02:39PM

পিএনএস ডেস্ক:এক ‘পুলিশ সদস্যে’র মোবাইল চুরির ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। তবে ওই পুলিশ সদস্যের পরিচয় জানা সম্ভব হয়নি।

ঘটনাটি ঘটে রাজধানীর কচুক্ষেত এলাকার রজনীগন্ধা মার্কেটে। ভিডিওতে সময় ও তারিখ দেখে এটি ১৭ মে’র ঘটনা বলা হচ্ছে।

ভিডিওতে দেখা গেছে, একটি মোবাইলের দোকানে দুই ব্যক্তি দোকানদারের সঙ্গে কথা বলছেন। এর মধ্যে একজন তার মোবাইল দোকানের শোকেসের ওপর রেখে প্রথমে পকেট থেকে সিগারেট বের করেন। পরে পাশের জন থেকে লাইটার নিয়ে সিগারেটে আগুন ধরান। এরপর সিগারেট টানতে টানতে দোকানের একপাশে যান।

এসময় দোকানে পুলিশের পোশাক পড়া এক ব্যক্তি প্রবেশ করেন। দোকানদারের সঙ্গে কথা বলতে বলতে শোকেসের ওপর রাখা ওই মোবাইলটি টেপাটেপি করেন তিনি। তাকান এদিক-ওদিক। একপর্যায়ে মোবাইলটি নিয়ে চলে যান। পুরো ঘটনাটি দোকানে থাকা সিসি ক্যামেরায় ধারণ হয়।

এ ব্যাপারে কাফরুল থানার ওসি শিকদার মোহাম্মদ শামীম হোসেন বলেন, ঘটনাটি শুনেছি, তবে ওই পুলিশ সদস্য আমার থানার নয়।



ভাসানটেক থানার এসআই তাজরুল ইসলাম জানান, মার্কেটটি ভাসানটেক থানা এলাকায়। তবে ভিডিওতে দেখা পুলিশের পোশাক পরিহিত ওই ব্যক্তি এ থানার কোনো পুলিশ সদস্য নয়।

তিনি আরো বলেন, দুই ব্যক্তি ছবি ও ভিডিও নিয়ে থানায় এসেছিলেন। সেসব যাচাই-বাছাই করে দেখেছি। কিন্তু ছবির ব্যক্তির সঙ্গে এ থানার কোনো পুলিশ সদস্যের মিল পাওয়া যায়নি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন