মিরপুরে দিয়াবাড়িতে কৃত্রিমভাবে পাকানো ১১০০ মণ আম ধ্বংস

  19-05-2018 04:35PM

পিএনএস ডেস্ক: রাসায়নিক ব্যবহার করে কৃত্রিমভাবে আম পাকানোর অভিযোগে রাজধানীর মিরপুর-১ এ মাজার রোডের দিয়াবাড়ি এলাকার ফলের আড়ত থেকে প্রায় ১১০০ মণ আম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

শনিবার দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, আম ক্যালেন্ডার অনুযায়ী আম পাকতে আরও কমপক্ষে ১০ দিন সময় লাগবে। কিন্তু অসাদু ব্যবসায়ীরা কেমিকেল ব্যবহারে জোরপূর্বক আম পাকাচ্ছে। ইথোফেন কেমিকেলের গায়ে লেখা আছে এটি ফল পাকানোর ক্ষেত্রে ব্যবহার অনুপযোগী।

তিনি আরও বলেন, পর্যবেক্ষণ করে দেখা গেছে, ইথোফেন ব্যবহৃত ফল খেলে ডায়রিয়া, চুলকানিসহ দীর্ঘ মেয়াদী অসুখ হচ্ছে। অভিযানকালে সরেজমিনে দেখা যায়, লাল পাকা আম। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই অধিকাংশ আমই অপরিপক্ক। বিশাল ফলের আড়ত জুড়ে পরিপক্ক আম নেই বললেই চলে এসব আম ক্যালসিয়াম কারবাইড ও ইথাফেন দিয়ে পাকানো উল্লেখ করে তিনি বলেন, কেমিকেল দেয়ার কারণে আমের উপরের অংশ পাকা দেখা যায়। অথচ ভেতরের অংশ কাঁচাই।

গত কয়েকদিন ধরেই বিএসটিআই এবং সিটি করপোরেশনের যৌথ অভিযান চলছে। এই অভিযান অব্যহত থঅকবে বলে জানান সারোয়ার আলম।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন