রাজধানীতে পচা ফাস্টফুডে ভরা ৮ রেস্টুরেন্টকে ৪ লাখ টাকা জরিমানা

  20-05-2018 04:32PM

পিএনএস ডেস্ক: রাজধানীর নিউ মার্কেটে পচা-বাসি, ফাঙ্গাসযুক্ত ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে ৮টি ফাস্টফুড দোকানকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠান থেকে ৮ জনকে আটক করা হয়েছে।

রোববার (২০ মে) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ম্যাজিস্ট্রিট মো. মসিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে ক্যাপিটাল, সৈকত, আল আমিন, ক্যাপরি, প্যানজি, ফুড পার্ক, অ্যারোমা কিংস ও ওয়েস্টার্ণ ফুডকে জরিমানা করা হয়।

জরিমানার বিষয়ে ম্যাজিস্ট্রিট মো. মসিউর রহমান বলেন, যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে তা পরিশোধ না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সিলগালা করা হবে।

অভিযানে ডিএমপি পুলিশের পক্ষে এসি ডিবি (দক্ষিণ) শামসুল আরেফিন ও ট্রাফিক ইন্সপেক্টর মো. গিয়াসউদ্দিন ফারুকী নেতৃত্ব দেন। এছাড়া মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহিন ও কোষাধক্ষ্য মো. জুম্মন এ সময় উপস্থিত ছিলেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন