মেরাদিয়া হাটের ঝিল থেকে মাদক বিক্রেতার মরদেহ উদ্ধার

  21-05-2018 01:41AM

পিএনএস ডেস্ক: রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া হাটের পাশে কাদাযুক্ত ঝিল থেকে হারুন (৩০) নামে এক মাদক বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, উদ্ধারকৃত যুবক পুলিশের অভিযানে ঝিলের কর্দমাক্ত মাটিতে আটকা পড়ে মারা গেছে।

রোববার বিকেলে মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। পরে প্রাথমিক তদন্ত শেষে রাত ৯টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে। বাবার নাম আব্দুল হাই।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘শনিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে আটক করে। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়।

পরে আটকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, ঝিল এলাকায় আরও কয়েকজন রয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে রোববার বিকেলে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করছি, রাতে পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে ঝিলের কাদাযুক্ত মাটিতে আটকে তার মৃত্যু হয়েছে। তবে সে মাদক বিক্রেতা ও সেবনকারী কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে।’

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন