ডা. আব্দুছ ছালামসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অর্থ আত্মসাতের মামলা

  26-05-2018 02:46AM

পিএনএস ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. আব্দুছ ছালামসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভুয়া দরপত্রের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলা করে দুদক।

শুক্রবার রাতে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি গৌসুল হোসেন জানান, বৃহস্পতিবার (২৪ মে) সন্ধ্যায় দুদক সমন্বিত সিলেট কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মহানগরের কোতোয়ালি থানায় দুইটি মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন- ঠিকাদার আব্দুল কুদ্দুস, আবু তাহের এবং জাকির হোসেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত এক বছরে ডা. আব্দুছ ছালাম উপ-পরিচালকের দায়িত্বে থাকাকালীন ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে করে ভুয়া বিল এবং দরপত্রের মাধ্যমে দুই দফায় এক কোটি ৮৭ লাখ ৭৪ হাজার টাকা আত্মসাৎ করেন।

আসামিরা প্রথম দরপত্রে এক কোটি ৫৭ লাখ ৯৬ হাজার ও দ্বিতীয় দরপত্রে ২৯ লাখ ৭৮ হাজার টাকা আত্মসাৎ করেন। দুদক বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া তাদের বিরুদ্ধে মামলা করা হল।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন