পাইকগাছায় ২৫ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

  21-07-2018 06:40PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার সকালে বিভাগীয় ও ফরমালিন বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন হাট বাজার ও গুরুত্বপূর্ণ স্থান সমূহে এ অভিযান পরিচালনা করা হয়।

চিংড়িতে অপদ্রব্য পুশ ও অস্বাস্থ্যকর পরিবেশে বাজারজাত করার অভিযোগে ২৫ জন চিংড়ি ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা ও ২০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা তানভীর আহমেদ ও ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন