রাজধানীতে ছিনতাইকারী কল্যাণ ফান্ড!

  18-08-2018 09:33PM

পিএনএস ডেস্ক : কল্যাণ ফান্ড তো অনেক রকমের হয়। কিন্তু কখনও শুনেছেন ‘ছিনতাইকারী কল্যাণ ফান্ড’? এমনি এক ফান্ড গড়ে তুলেছে ছিনতাইকারীরা। ফান্ডের সদস্যরা সবাই ছিনতাইকারী। এই ফান্ড দিয়ে গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের জামিনে মুক্ত, চিকিৎসা ও মামলার খরচ চালাতে ব্যবহার করা হয়। ছিনতাইকৃত টাকা ভাগাভাগির পর নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেন তারা ফান্ডে।

গতকাল শুক্রবার রাজধানীর নিউমার্কেট ও যাত্রাবাড়ী এলাকা থেকে ৮ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস, ১টি চাপাতি, ২টি চাকু, ১২টি মোবাইল জব্দ ও কল্যাণ ফান্ডের ৮ লাখ উদ্ধার করা হয়।

আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব বিষয় জানান মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবদুল বাতেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন