শাহজালালে সাড়ে ১২ কেজি স্বর্ণালঙ্কারসহ আটক ১

  16-09-2018 09:25AM

পিএনএস ডেস্ক :রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাহাদাত হোসেন নামের এক যাত্রীর কাছ থেকে সাড়ে ১২ কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সদস্যরা।

শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে রিজেন্ট এয়ারওয়েজে খাজা শাহাদাত হোসেন নামের ওই যাত্রী সিঙ্গাপুর থেকে এ স্বর্ণ নিয়ে আসেন। এবং গোয়েন্দারা তাকে আটক করছে।

এনএসআই সূত্র জানায়, স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে রিজেন্ট এয়ারওয়েজের সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটে নজর রাখা হচ্ছিল। সন্দেহ হওয়ায় ওই ফ্লাইটের যাত্রী শাহাদাত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১২ কেজি ৬০০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য স্বর্ণসহ যাত্রীকে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, আটক হওয়া স্বর্ণ সবই গহনা। এগুলো গণনা শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন