পায়ুপথ থেকে ৪০ লাখ টাকা মূল্যের ৮ টি সোনার উদ্ধার

  18-09-2018 05:53PM

পিএনএস ডেস্ক : ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ৮টি সোনার বারসহ এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটক ব্যক্তি সোনার বারগুলো তার পায়ুপথে লুকিয়ে রেখেছিলেন। আটক মাসুদুর রহমান পবন (৫২) কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারি পরিচালক নিপুন চাকমা জানান, ‘বেনাপোল চেকপোস্ট দিয়ে একটি বড় ধরনের সোনার চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা বেনাপোল চেকপোষ্টে অভিযান চালিয়ে তাকে আটক করে।’

তিনি জানান, ‘পরে তার পায়ুপথে রাখা ৮০০ গ্রাম ওজনের ৮ টি সোনার বার এক্সরে করে শনাক্ত করা হয়। এরপর তা বের করা হয়।’ উদ্ধার করা সোনার মূল্য ৪০ লাখ টাকা বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান।

পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন